আর্থিক প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখর গ্রেপ্তারের পরেই নাম উঠে আসে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। অভিযুক্ত হিসেবে একাধিকবার আদালতে যেতে হয় তাকে। আর এই ঘটনার তদন্তের সময় দেশ ছেড়ে অভিনেত্রী পালাতে চেয়েছিলেন বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শনিবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। এদিন দিল্লির আদালতে এই তথ্য জানিয়ে জ্যাকুলিনের জামিন আবেদনের বিরোধিতাও করে ইডি।

ইডি আদালতে অভিযোগ জানায়, জ্যাকুলিন তার মোবাইল ফোন থেকে সব তথ্য মুছে দিয়ে বিভ্রান্ত করেছেন তদন্তকারীদের। অভিযোগ ওঠে, তদন্তে কোনো সহযোগিতা করছেন না তিনি।

ইডির পক্ষে বলা হয়, জ্যাকুলিন এরই মাঝে দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ‘লুক আউট’ নোটিশ জারি থাকায় সম্ভব হয়নি তা। এই সংক্রান্ত নথিও আদালতে পেশ করে ইডি।

পরে আদালত শুনানি শেষে বলি নায়িকার অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ায়। জানা গেছ, গত ২৬ সেপ্টেম্বর জ্যাকুলিনকে দেয়া জামিনের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

সূত্রের খবর, সুকেশের কাছ থেকে কোটি রুপির উপহার পেয়েছিলেন জ্যাকুলিন। সেই অভিযোগে তলব করা হয় তাকে এবং তদন্ত হয়। ২০০ কোটি রুপির আর্থিক দুর্নীতিতে তাকে একাধিকবার তলব করে পুলিশ।
একুশে সংবাদ/স.প্র/এসএপি