AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সেলিম খান ও ডিপজল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৪৫ পিএম, ১১ আগস্ট, ২০২২
হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সেলিম খান ও ডিপজল

 

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়ালেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান।  তার সাথে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও।

 

এই নির্বাচনে একটি প্যানেলের প্রধান দুই পদের প্রার্থী ছিলেন তারা।

 

সংশোধিত তফসিলে দ্বিতীয়বার মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেলিম খান।  কিন্তু নির্বাচনের শেষ পর্যায়ে এসে তা প্রত্যাহারের জন্য নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। অন্যদিকে দ্বিতীয়বার মনোনয়নপত্রই তোলেননি ডিপজল।

 

নিজের প্রতিষ্ঠানের প্যাডে এক আবেদনে সেলিম খান লিখেছেন, ‘আমি মো. সেলিম খান। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সাধারণ সদস্য। সমিতির আসন্ন ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে একজন প্রার্থী হই। ব্যক্তিগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমার প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

 

অন্যদিকে নির্বাচন থেকে সরে আসার জন্য শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়েছেন অভিনেতা ডিপজল।

 

এক গণমাধ্যমকে ডিপজল বলেছেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। চিকিৎসা নিতে কিছু দিন পর পরই দেশের বাইরে যেতে হয়। নির্বাচনে দেওয়ার মতো সময় আমার নেই। এ কারণে সরে দাঁড়িয়েছি।’

 

এ দুজন সরে দাঁড়ালেও নির্বাচনের মাঠে আছে খোরশেদ আলম-শামসুল আলম প্যানেল।  সেলিম খানের প্যানেলের আলিমুল্লাহ খোকনও লড়বেন।

 

১৯ জন সাধারণ সদস্য ও দুজন সহযোগী সদস্যের পদের বিপরীতে এখন স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা ৪৪। বর্তমান সাধারণ ভোটার ১০৮ ও সহযোগী ভোটার ৬৮ জন।

 

সব ঠিক থাকলে ২০ আগস্ট হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচন।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!