AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেলের ভবিষ্যত নিয়ে যা জানালেন শ্রাবন্তী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৪০ পিএম, ১৩ মে, ২০২২

ছেলের ভবিষ্যত নিয়ে যা জানালেন শ্রাবন্তী

অভিনয়ের বাইরে বাস্তব জীবনেও অনেক আলোচিত ও চর্চিত টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একের পর এক বিয়ে আর ডিভোর্সই যেন এ অভিনেত্রীকে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে রেখেছে। গেল ফেব্রুয়ারিতে নতুন প্রেমিক অভিরূপ নাগচৌধুরীর হাত ধরে দুবাইতে তার প্রমোদ ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ একই ফ্ল্যাটে থাকছেন।

তবে এবার এসব ছাপিয়ে ‘ভয় পেও না’ ছবির প্রচারে এসে পারিবারিক জীবন নিয়ে নতুন তথ্য দিলেন শ্রাবন্তী। সংবাদমাধ্যমকে জানালেন নিজের একমাত্র ছেলে অভিমন্যুর ভবিষ্যৎ সম্পর্কে। শ্রাবন্তী অবশ্য ছেলেকে ঝিনুক নামেই ডাকেন।

কদিন আগেই ছিল মা দিবস। ছেলেকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী, ছেলে কোন পেশা বেছে নেবে, সে কি ফিল্মে আসবে- এসব প্রশ্নের মুখোমুখি হয়ে শ্রাবন্তীর সাফ জবাব, আমি যে কত কম বয়সে মা হয়েছি, এখন ভাবলেই কেমন লাগে! তবে আমিই ওর মা, আমিই ওর বাবা। এভাবেই আমাদের দুজনের জীবন এগিয়েছে। আমার ছেলেও খুব পরিণত। আমার সব পদক্ষেপে ওর সমর্থন থাকে।

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ঝিনুক। এরইমধ্যে কৈশোর পেরুনো ঝিনুক নিজের পছন্দের সঙ্গিনীও খুঁজে নিয়েছে। অভিমন্যুর প্রেমিকার নাম দামিনী ঘোষ। পেশাদার মডেল সে। শ্রাবন্তীও মা হিসেবে ছেলের প্রেমকে মেনে নিয়েছেন।

শ্রাবন্তী মনে করেন, মা-ছেলের এ বোঝাপড়াই তার পেশাদার জীবনকে দৃঢ় করেছে। তরুণ নির্মাতা অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায় তমসা চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। ছবিটিতে সুশান্ত চরিত্রে অভিনয় করছেন ওম। এ ছবিতে তাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

একুশে সংবাদ/ আরিফ

Shwapno
Link copied!