AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বচ্ছ পোশাক পরিধানে ট্রলের সম্মুখীন: কিয়ারা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫৯ পিএম, ৩০ এপ্রিল, ২০২২

স্বচ্ছ পোশাক পরিধানে ট্রলের সম্মুখীন: কিয়ারা

ছবি: সংগৃহীত

বর্তমানে বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদভানি ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’-এর মুক্তি উপলক্ষে প্রচারণায়। যার অংশ হিসেবে শুক্রবার অংশ নেন একটি অনুষ্ঠানে।এতে গাঢ় সবুজ রঙের একটি স্বচ্ছ গাউন পরে হাজির হন কিয়ারা।

নেটিজেনদের ব্যাপক ট্রলের মুখে পড়েছেন কিয়ারা এই পোশাক পরিধানে।নোংরা মন্তব্যে তাকে আক্রমণ করতেও ছাড়ছে না নেটবাসী।কিয়ারার সবুজ গাউনের নীচের অংশটি এমনভাবে নকশা করা, যাতে একটি পা দৃশ্যমান।অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা।ওই কাপড়ের ফাঁকে দেখা যাচ্ছে ভেতরে থাকা সাদা রঙের কিছু একটা।যেটা দেখে নেটিজেনদের অনেকেই হাসাহাসি করছেন।বলছেন এটা স্যানিটারি ন্যাপকিন!

অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর থেকে একাধিকবার কিয়ারা নিজেই হাত দিয়ে পোশাকের ওই অংশটি ঢেকে রাখার চেষ্টা করেন।এছাড়া তার সহকারী ও অভিনেতা কার্তিক আরিয়ানও তাকে সুরক্ষা বলয়ে রাখার চেষ্টা করেছেন।এরপরও ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে যায় কিয়ারার ব্যতিক্রম পোশাকটির চিত্র।  

উল্লেখ্য,আগামী ২০ মে এটি মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ২’।এই সিনেমাটি নির্মাণ করেছেন আনিস বাজমি।এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ান।এছাড়াও আছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশরার মতো তারকারা।

 

একুশে সংবাদ/ঢা.পো/এস.আই


 

Shwapno
Link copied!