AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

দুই ছেলের বাবা হৃতিককে বিয়ে করতে চান এই সুন্দরী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩৬ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২২
দুই ছেলের বাবা হৃতিককে বিয়ে করতে চান এই সুন্দরী

সেই প্রি-নার্সারি থেকে গায়ত্রী ভরদ্বাজের স্বপ্ন মিস ইন্ডিয়া হবেন। দৃঢ়চেতা মনোভাব আর কঠিন পরিশ্রম তাঁকে ২০১৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টসের মুকুট জেতায়।

তবে গায়ত্রীর প্রকৃত সংগ্রাম শুরু হয় সুন্দরী প্রতিযোগিতার মুকুট জেতার পর। কিন্তু দমে যাননি। কয়েক মাস পরেই গায়ত্রীর সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এবার চিত্রনায়িকা হিসেবে আবির্ভূত হবেন এ সুন্দরী।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এই সুন্দরী জানিয়েছেন নিজের শৈশব থেকে বলিউডের নায়িকা হওয়ার গল্প। সেখানে এক প্রশ্নের জবাবে জানান, সুপারস্টার দুই ছেলের বাবা হৃতিক রোশনকে বিয়ে করতে চান।


প্রিয় খাবার কী, সেই প্রশ্নে গায়ত্রী জানান, পিৎজা। কোন খাবার ভালো রান্না করতে পারেন? গায়ত্রীর উত্তর, ‘আমি রান্না করতে ভালোবাসি। খুব ভালো ডিমের খাবার তৈরি করি এবং ডিমের ওমলেট, ভাজা ডিম এবং ডিমের বিভিন্ন রেসিপি তৈরি করতে ভালোবাসি।’

কার সঙ্গে ডেট আর কাকে বিয়ে করতে চান? উত্তরে গায়ত্রী ভরদ্বাজ বলেন, ‘সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে ডেট করতে চাই, যদিও জানি না তিনি সিঙ্গেল কি না। আর বিয়ে করতে চাই হৃতিক রোশনকে, আমার মনে হয় ফের সেটল হওয়ার জন্য তিনি প্রস্তুত। তিনি আমার ছোটবেলার ক্রাশ, তাই আমি তাঁকে মনের আড়াল করতে চাই না।’


গায়ত্রী মনে করেন, প্রিয়াঙ্কা চোপড়ার বায়োপিক হওয়া জরুরি। অনেকের প্রেরণা তিনি। আর সেই বায়োপিকে নিজের অভিনয় করার ইচ্ছেও পোষণ করেন এ ডিভা।

একুশে সংবাদ /আরিফ