AB Bank
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

জোশকে স্বামী পরিচয়ে প্রকাশ করলেন নুসরাত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:২১ পিএম, ১১ অক্টোবর, ২০২১
জোশকে স্বামী পরিচয়ে প্রকাশ করলেন নুসরাত

নায়িকা নুসরাতের মা হওয়ার পর অবশ্য সন্তানের  জন্মসনদে জানা যায় নুসরাতের ছেলের বাবা টালিউডের জনপ্রিয় নায়ক যশ দাশগুপ্ত। তবে নুসরাতের সন্তানের বাবা হলেও যশকে এর আগে কখনো সরাসরি স্বামীর স্বীকৃতি দেননি এই অভিনেত্রী। 

তবে এবার ছবি শেয়ার করার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের স্টোরিতে যশের জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত।  সেখানে যশের জন্মদিনের টু-টায়ার কেকের ওপর ‘হ্যাপি বার্থডে’র পাশাপাশি উপরের টায়ারে ‘হাসব্যান্ড’ ও নিচের টায়ারে ‘ড্যাড’ লেখা দেখা গেছে।  এছাড়া স্টোরিতে যশের সঙ্গে ডিনার করার ছবিও শেয়ার করেছেন নুসরাত।

এই লেখা দেখে নেটিজেনরা অবশ্য সহজেই অনুমান করে নিয়েছেন যে ওই যুগল বিবাহিত। কেকের লেখা সেই বিষয়টিকেই নিশ্চিত করেছে। এই প্রথম যশকে স্বামী বলে অভিহিত করেছেন নুসরাত। এছাড়া নিজের ইনস্টা আপডেটে যশকে নিজের সন্তানের বাবা বলেও উল্লেখ করেছেন তিনি। 

গত ২৬ আগস্ট মা হন নুসরাত। কয়েকমাস আগেই নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তার।  বিচ্ছেদের পর প্রায়ই নুসরাত-যশের নতুন রসায়ন শিরোনামে আসে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনই। এবার সেসব ধোঁয়াশাই কেটে গেল নুসরাতের এই ইনস্টা আপডেটে।

উল্লেখ্য টালিউডের জনপ্রিয় নায়িকা ও তৃণমূল নেত্রী নুসরাত জাহানের ব্যক্তি জীবন নিয়ে কম জল ঘোলা হয়নি। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, মা হওয়ার গুঞ্জন, মা হওয়ার পর সন্তানের পিতৃপরিচয়, এসব নিয়ে কয়েক মাস ধরেই আলোচনার ছিলেন নুসরাত।

একুশে সংবাদ/যু/মুন্নী