AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

বিয়ে ও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন পপি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৭ পিএম, ৩ জুলাই, ২০২১
বিয়ে ও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন পপি

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপি। চলতি বছরের শুরু থেকে ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বছরের শুরুথেকেই বিয়ের গুঞ্জনে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। গুঞ্জন শোনা যায়, তিনি গোপনে বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা। এমন খবর ছড়িয়ে পড়েছিল ফিল্মপাড়ায়।

শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে।

তবে এসবই গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷ নানা সূত্রে৷ যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই।

এবার পাওয়া গেল পপির বক্তব্য। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন। পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন শোবিজে।

তিনি আরও বলেন, 'বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।'

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

একুশে সংবাদ/ আরিফ মুন্সী