'আলাদিন' দিয়েই বলিউডে যাত্রা শুরু শ্রীলঙ্কান রমনী জ্যাকুলিন ফার্নান্দেজের। এরপর একে একে 'রেস' এবং 'কিক' - এর মতো সিনেমাগুলো দিয়ে খ্যাতি পান এই অভিনেত্রী৷ বলিউডে বরাবরই রুপ ও নাচের সুনাম এই সুন্দরীর।
বর্তমান সময়ে বলিউডের অভিনেত্রীদের মাঝে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচিত হন জ্যাকুলিন।
সামনেই সাইফ আলী খানের বিপরীতে 'ভূত পুলিশ' নামক একটি হরর ঘরনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এরমধ্যে গুঞ্জন, খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সেই সিনেমার শুটিংয়েও নাকি যোগ দিয়েছেন তিনি।
সেখানে আরও বলা হয়, মেয়েদের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে জ্যাকুলিনের প্রথম হলিউড সিনেমা। নারীকেন্দ্রিক এই সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা মিলবে তার। সিনেমাটিতে আরও অন্ত্ররভূক্ত হতে পারেন নেপালিয়ান মডেল আঞ্জালি লামা।
একুশে সংবাদ/তাশা