এবার রাজ্জাক পরিবার করোনায় আক্রান্ত । বাপ্পারাজ, সম্রাটসহ আক্রান্ত হয়েছেন পরিবারের ছয়জন। তবে সুস্থ রয়েছেন রাজ্জাকপত্নী খায়রুন্নেছা লক্ষ্মী।
গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে ।বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক সম্রাট।
এর আগে অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুক, টিভি অভিনেতা অপূর্ব ও জাদুশিল্পী জুয়েল আইচসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।
সম্রাট জানান, ‘আমাদের পরিবারের সবারই করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সবাই ভালো আছি । চিকিৎসকের পরামর্শ মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
একুশে সংবাদ /য/এস
আপনার মতামত লিখুন :