ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জান্নাত ক্যারিয়ারের প্রথম সিনেমা `লাভ স্টেশান` এর জন্য শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর একের পর এক পুরস্কার পেয়েই চলেছেন নন্দিত এই তারকা। এবার তার ঝাঁপিতে মিলেছে নাহার কুকিং ওয়ার্ল্ড প্রদত্ত প্রাণ স্পাইস নাহার কুকিং ওয়ার্ল্ড এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ২০২৫। তুই আমার সিনেমার জন্য শ্রেষ্ঠ প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড পান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ লায়ন হুমায়ুন জহুর অডিটরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। প্রাণ আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং নাহার কুকিং ওয়ার্ল্ড ও নাহার নারী উন্নয় ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসিনা আনসার তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে শোভিজের আরও তারকাদেরও এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ড শোতে মিষ্টি জান্নাত দারুণ এক ড্রেস পরে এসেছেন। তার ড্রেসও দর্শনার্থীদের নজর কাড়ে।
গুণী এ অভিনেত্রীর নাম মূলত জান্নাতুল ফেরদৌস মিষ্টি। তবে দেখতে মিষ্টি বলে চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। মিষ্টি জান্নাত একজন জনপ্রিয় মডেলও। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল- চিনি বিবি (২০১৫), তুই আমার (২০১৭), আমি নেতা হবো (২০১৮)। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তুই আমার রানি দিয়ে তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। এছাড়াও মিষ্টি ভোজপুরি চলচ্চিত্র রংবাজ খিলাড়ি তে অভিনয় করছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :