ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার (শুধুমাত্র এমসিকিউ) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পুনরায় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে, শুক্রবার। পরীক্ষাটি বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বুধবার (১৬ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যই এই এমসিকিউ পরীক্ষা পুনরায় নেয়া হচ্ছে, এবং এর পেছনে রয়েছে আদালতের নির্দেশনা।
বিজ্ঞান ও মানবিক শাখার ফল প্রকাশকাল
অন্যদিকে বিজ্ঞান ও মানবিক শাখা থেকে আবেদন করা শিক্ষার্থীদের নতুন করে পরীক্ষায় অংশ নিতে হবে না। তাদের ফলাফল ১৭ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশ করা হবে।
ফলপ্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত তথ্য ফরম পূরণ এবং বিষয় পছন্দক্রম জমা দিতে পারবেন।
পূর্ববর্তী বিতর্ক ও আদালতের হস্তক্ষেপ
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেটভেদে গরমিল পাওয়া যায়। পরবর্তীতে কোনো কার্যকর সমাধান না আসায় ফল প্রকাশ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
এর মধ্যে গত ২০ মার্চ ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হলে একদল ভর্তিচ্ছু হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত এরপর দুই মাসের জন্য ফল প্রকাশে স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি করেন।
পুনরায় এমসিকিউ পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একুশে সংবাদ// য.ট//এ.জে
আপনার মতামত লিখুন :