AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

ঘূর্ণিঝড় রেমালে ২ বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৬:৪২ পিএম, ২৭ মে, ২০২৪
ঘূর্ণিঝড় রেমালে ২ বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পল্লি বিদ্যুৎ সংস্থা ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ক্ষয়ক্ষতি হয়েছে ৮৩ কোটি টাকার বেশি।
২৭ মে এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশজুড়ে পল্লি বিদ্যুতের ৬৫টি সমিতির গ্রাহক সংযোগ বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ৩০টি সমিতির পোল নষ্ট হয়েছে ২ হাজার ৩৯২টি, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ১ হাজার ৯৮২টি, ইন্সুলেটর ভেঙেছে ২১ হাজার ৮৪৮টি ও মিটার নষ্ট হয়েছে ৪৬ হাজার ৩১৮টি। সার্বিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৯ কোটি ২ লাখ টাকা। বার্তায় জানানো হয়, বর্তমানে পল্লি বিদ্যুতের ১ কোটি ২৬ লাখ ৮৯ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পোল নষ্ট হয়েছে ২০টি, বৈদ্যুতিক তার ছিঁড়েছে ২৪ কিলোমিটার, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ১২টি, ইন্সুলেটর নষ্ট হয়েছে ১৩৪টি। প্রাথমিকভাবে ওজোপাডিকোর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

বিকেল ৫টা পর্যন্ত বিতরণ সংস্থাটির ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

একুশে সংবাদ/ঢা.পো./ এসএডি

Link copied!