AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডলারের দাম বাড়ার সুফল পাবে রেমিট্যান্স ও রপ্তানি খাত: সালমান এফ রহমান


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৫৯ পিএম, ৯ মে, ২০২৪
ডলারের দাম বাড়ার সুফল পাবে রেমিট্যান্স ও রপ্তানি খাত: সালমান এফ রহমান

ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিলো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (৯ মে) ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ডলারের দাম বাড়ানো নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সালমান এফ রহমান বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম হুট করেই বাড়ানো হয়েছে। তবে এর ফলে রেমিট্যান্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকৃত হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে, নীতি সুদহার বা রেপো রেট দশমিক ৫০ পয়েন্ট বাড়িয়ে বৃহস্পতিবার থেকে করা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেক সার্কুলারের ডলারের দাম সাত টাকা বা‌ড়িয়ে ১১০ টাকা থেকে ১১৭ টাকা করা হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী শুরু হওয়া মার্কিন বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী ১১ মে পর্যন্ত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।


একুশে সংবাদ/ক.ল.প্র/জাহা 

Link copied!