র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে একটি ফিশিং বোটে ইয়াবার বড় চালান নিয়ে কক্সবাজার জেলার বদরখালি হয়ে মগনামা দিয়ে চট্টগ্রামের বাঁশখালি-আনোয়ারার দিকে আসছে।
এই তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের পেকুয়া থানাধীন মগনামা লঞ্চঘাটে সন্দেহভাজন বোটটি থামার সাথে সাথে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাবার চেষ্টা করলে স্পীডবোটে ধাওয়া করে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আসামীদের দেখানো মতে ফিশিং বোটের মাছ রাখার ড্রামের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্ত এলাকা হতে সাগর পথে মাদক দ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
একুশে সংবাদ/রা.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :