AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় নিষিদ্ধ পলিথিন জব্দ ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ভোলা
০১:৩১ পিএম, ৮ মে, ২০২৪
ভোলায় নিষিদ্ধ পলিথিন জব্দ ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভোলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে,এ তথ্য নিশ্চিত করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ মে) বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকা থেকে মেসার্স সেদিন বাড়ি স্টোর এর প্রো: মো. ফরহাদ হোসেন (৩৫) কে ২ লক্ষ টাকা জরিমানা ও আনুমানিক ৫৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

এসময় দৌলতখান উপজেলার মধ্য জয়নগর বাংলা বাজার এলাকার মেসার্স নবাব স্টোর এর প্রো. মো. নবাব কে ১০হাজার টাকা জরিমানা ও ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ, এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।


এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়া। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন র‍্যাব -৮ এর ভোলা ক্যাম্প সদস্যবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!