AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন


সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন

চট্টগ্রামের দোহাজারীর কৃতিসন্তান সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যানর ছেলে দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দোহাজারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারী প্রেসক্লাবের উদ্যোগে দোহাজারী উপশহর হাজারী শপিং সেন্টারের সামনে আজ ৬ মে সোমবার বেলা ১১ টার সময় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নাসির উদ্দীন বাবুলের সভাপতিত্বে জাবের বিন রহমান নুতন সময় প্রতিনিধি আরজু সঞ্চালনয় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর চন্দনাইশ প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, সাংবাদিক এস এম রহমান, দৈনিক নয়া দিগন্ত  প্রতিনিধি  আবু তোরাব চৌধুরী দৈনিক ইত্তেফাক  প্রতিনিধি, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম মাষ্টার, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি চন্দনাইশ সাংবাদিক  ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কামরুদ্দীন, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, দৈনিক কালবেলা প্রতিনিধি দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, দৈনিক যুগান্তর (এক্স) একুশে সংবাদ প্রতিনিধি দোহাজারী প্রেসক্লাবের সহ সভাপতি এসএম রাশেদ
প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন দোহাজারী মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার, নিহত সাজ্জাত হোসেনের পরিবারের পক্ষে ছিলেন,  তার বড় ভাই এসএম জামাল মাহামুদ প্রমুখ। মানববন্ধনে বক্তরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাজ্জাদ হত্যাকারী ও সা্ংবাদিক  জাহিদ হোসাইনের প্রাণনাশের হুমকি দাতাদেরকে গ্রেফতারের জন্য সাতকানিয়া থানার পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকিবে।

একুশে সংবাদ/ এসএডি

Link copied!