AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নড়াইল
০৫:৫৪ পিএম, ১৬ অক্টোবর, ২০২৩
নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা

নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত জীবন গড়ি, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন” এ শ্লোগানে শিক্ষাঙ্গনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের হলরুমে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নড়াইল জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খান সাহাবুদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশক মোঃ আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নিল সিকদার নীল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।

 

বক্তারা বলেন, সামাজিক ব্যাধি মাদক নড়াইলের শিক্ষাঙ্গনে বা সমাজে বিস্তার না করতে পারে সেজন্য সকলের সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।

 

অন্ষ্ঠুান শেষে ছাত্র-ছাত্রীদেরকে মাদকবিরোধী লিফলেট ও খাতা বিতরণ করা হয়। মাদককবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

 

একুশে সংবাদ/উ.র.প্র/জাহা

Link copied!