সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত নয় বছরে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ৪৯ টি আধুনিক মানের নতুন একাডেমিক ভবন নির্মাণ হয়েছে। এছাড়াও ২০ শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনের উর্ধমুখি নির্মাণ সম্প্রসারণ হয়েছে। সব মিলিয়ে এর পেছনে বরাদ্দ ব্যয়ের পরিমাণ প্রায় ২শ ৫৮ কোটি টাকা।
উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে , বিগত ২০১৪ সাল থেকে চলতি বছরের চলমান মাস অবধি উপজেলার বিভিন্ন এলাকায় ১০ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়, ঘাটিনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয়, চয়ড়া উচ্চ বিদ্যালয়, খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয়, কুচিয়ামারা উচ্চ বিদ্যালয়, আঙ্গারু বালিকা উচ্চ বিদ্যালয়, পাটধারী মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়, বড় কোয়ালীবেড় উচ্চ বিদ্যালয় ও হাওড়া উচ্চ বিদ্যালয়। এর মধ্যে বড় কোয়ালীবেড় উচ্চ বিদ্যালয় ও হাওড়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজ চলছে।
একই অধিদপ্তরের বাস্তবায়নে উল্লাপাড়া সরকারী কলেজে প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যায়ে ছয় তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ করে আনা হয়েছে । একই সরকারী কলেজে শিক্ষার্থীদের জন্য আলাদা দুটি আবাসিক হোষ্টেল নির্মাণ হচ্ছে বলে জানানো হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদরাসায় চারতলা বিশিষ্ট ছয়টি একাডেমিক ভবন হচ্ছে । এর তিনটির নির্মাণ কাজ চলমান আছে । এ তিনটি হলো উপজেলা সদরের কামিল মাদরাসা , রামনগর মাদরাসা ও প্রতাপ দাখিল মাদরাসা। উধুনিয়া ইউনিয়নের খোর্দ গজাইল দাখিল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণে পুনঃ দরপত্র আহবান করা হয়েছে বলে জানা গেছে। পৌর এলাকায় মহিলা মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে । এটি এখন হস্তান্তরের পথে বলে জানা গেছে ।
উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুহুল আমিন বলেন গত বছর সাতেক সময়ে বেশ কটি একাডেমিক ভবন মেরামত সংস্কার করা হয়েছে । শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একাডেমিক ভবনগুলোর নির্মাণ কাজ যথাসময়ে শেষ করে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ.কম/স.স.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :