AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানমন্ডির রুফটপ রেস্টুরেন্টে রাজউকের অভিযান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ৪ মার্চ, ২০২৪
ধানমন্ডির রুফটপ রেস্টুরেন্টে রাজউকের অভিযান

ঢাকার ধানমন্ডিতে নিয়ম না মেনে করা রুফটপ রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে এ অভিযান শুরু হয়।

এর আগে রোববার (৩ মার্চ) অগ্নি-নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন রেস্টেুরেন্টে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিকেল বোর্ড।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া শনিবার (২ মার্চ) গ্রেপ্তার কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চায়ের চুমুক রেস্টুরেন্টের মালিকসহ চারজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নেয়া চারজন হলেন- কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জিসান, চায়ের চুমুক রেস্টুরেন্টের মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন ও গ্রিন কোজি কটেজের ম্যানেজার হামিদুল হক বিপুল।


একুশে সংবাদ/ব.র.প্র/জাহা
 

Link copied!