AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় আগ্রহ নিয়ে ব্রি ধান ৪৮ আবাদ


উল্লাপাড়ায় আগ্রহ নিয়ে ব্রি ধান ৪৮ আবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা বেশ আগ্রহ নিয়ে আউশ ব্রি ধান -৪৮ আবাদ করছেন। অনেক এলাকায় কৃষক বোরো (ইরি) ধান কেটে সে জমিতে এ ধান আবাদ করছেন। কৃষি প্রণোদনায় বিনামূল্যে পাওয়া আউশ  ব্রি ধান - ৪৮ জাতের ধান বীজ পেয়ে নিজস্ব বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগাচ্ছেন। আবার কেউ কেউ কেনা ধান বীজে করেছেন বীজতলা।

 

কৃষি অফিস থেকে জানা যায়, এবারে মৌসুমে উপজেলায় মোট ২শ ৩০ হেক্টর পরিমাণ জমিতে আউশ ব্রি ধান-৪৮ এর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে এর চারা লাগানো শুরু হয়েছে। কৃষকদের প্রায় সবাই এ ধানের  নিজেদের বীজতলার চারা লাগাচ্ছেন। উপজেলা কৃষি অফিস থেকে  কৃষি প্রণোদনায় অনেক কৃষক বিনামূল্যে ব্রি ধান-৪৮ জাতের ধানের বীজতলা করেছেন। আবার কেউ কেউ কেনা ধানে বীজতলা করেছেন। তারা জমিতে নিজেদের বীজতলার চারা লাগাচ্ছেন বলে জানা গেছে।

 

উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর মাঠে শুক্রবার (২৬ মে) সরেজমিনে দেখা গেছে কৃষক মনিরুল ইসলাম নিজের প্রায় আড়াই বিঘা জমিতে ব্রি ধান - ৪৮ এর আবাদ করেছেন। এ জমিতে বেশী হারে ফলনশীল শুভলতা নামের বোরো (ইরি) ধান আবাদ করেছিলেন। সে ধান কাটার পর পরই ব্রি ধান -৪৮ এর আবাদ করেছেন।

 

তিনি বলেন, তাড়াশ উপজেলার এক বীজ দোকান থেকে ব্রি ধান - ৪৮ জাতের ৮ কেজি ধান বীজ ৭০ টাকা কেজি দরে কিনে এনে বীজতলা করেন। সে বীজতলার চারা জমিতে লাগিয়েছেন। এখন রাসায়নিক সার দিচ্ছেন। তিনি আশা করছেন এ ধান কেটে জমিতে রোপা আমন ধানের আবাদ করবেন।

 

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আলম বলেন, তার ব্লকের কৃষক সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা গ্রামের কৃষক আঃ করিম প্রায় তিন বিঘা জমিতে ব্রি ধান - ৪৮ এর আবাদ করেছেন । তিনি বোরো ধান কাটা পর পরই এ ধানের চারা জমিতে লাগিয়েছেন। কৃষক আঃ করিম প্রণোদনায় পাওয়া ব্রি ধান - ৪৮ এর বীজ ধানে বীজতলা করেন এবং সে বীজতলার চারা জমিতে লাগিয়েছেন।

 

আরেক উপ সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, কয়ড়া ইউনিয়নের সড়াতলা এলাকায় বিঘা দশেক জমিতে কৃষকেরা ব্রি ধান ৪৮ ধান আবাদ করেছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন,  আউশ ব্রি ধান - ৪৮ এর আবাদে কৃষকদেরকে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছিলো। উচু মাঠগুলোয় জমিতে এ ধান আবাদে কৃষকদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে । এ ধান কাটার পর রোপা আমন কিংবা সরিষা ফসল আবাদ করতে পারবেন।

 

 একুশে সংবাদ.কম/সা.হ.সা/বিএস

Link copied!