AB Bank
ঢাকা রবিবার, ০৪ জুন, ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

রাজীবপুরে ঝড়বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!


রাজীবপুরে ঝড়বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

কুড়িগ্রামের রাজীবপুরে ঝড় ও ভারি বর্ষণে উপজেলার তিন ইউনিয়নের  উঠতি ফসল গম ও ভূট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সোমবার ও মঙ্গলবার আকস্মিক ভারী বর্ষণ ও ঝড়ের কবলে পড়ে রাজীবপুর উপজেলার কোদালকাটি, মোহনগঞ্জ ও সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ঘন্টাব্যাপী এ ঝড় ও বৃষ্টিতে বেশকিছু এলাকায় পাকা ও আধাপাকা গমক্ষেত, ভুট্রাক্ষেত, ধানক্ষেত এবং আমের মুকুলসহ ফসলের ক্ষতি হয়।

 

রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, এ বছর উপজেলার ১৩শত ৫৫ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে।  গত ২ দিনের ঝড়ে অধিকাংশ জমির ফসল মাটিতে নুয়ে পড়েছে। এতে ১০০ হেক্টর জমির পাকা গম এবং ভূট্টাক্ষেত চরম ক্ষতির  আশঙ্কা করা  হচ্ছে।

 

রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস জানান, আচমকা দমকা হাওয়া ও ঝড় বৃষ্টিতে  পাকা গম ও ভুট্রক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

 এ ক্ষতি পুশিয়ে নিতে কৃষকের হিমসিম খেতে হবে।

একুশে সংবাদ.কম/স.ই.স/বি.এস