AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনব্যাপী স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আন্তর্জাতিক কর্মশালা


Ekushey Sangbad

০৮:৩৮ এএম, আগস্ট ২৯, ২০১৪
দিনব্যাপী স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আন্তর্জাতিক কর্মশালা

একুশে সংবাদ : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের উদ্যেগে High-performance liquid chromatography (HPLC) বিষয়ের ওপর দিনব্যাপী আর্ন্তজাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী। কর্মশলায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রোমানিক টেকনোলজিতে জাপানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ভি. ডি. গায়কোন্ডে। এ সময় ড. ভি. ডি. গায়কোন্ডে এ আয়োজনের বেশ প্রসংসা করেন। এ সময় তিনি বলেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এ ধরনের উদ্যেগ দেশের তরুণ ফার্মাসিস্টদের পেশাগত মান উন্নয়নের গুরুত্ব ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয় থেকে পাশ করা প্রায় দেড় শতাধিক তরুণ ফার্মাসিস্ট এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম উদ্দিন দৌলা, ফার্মেসি বিভাগের উপদেষ্টা, অধ্যাপক ড. এম এ রশিদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ফার্মেসি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. এম এ মজিদ ও বিভাগীয় প্রধান ড. হাসিনা ইয়াসমিনসহ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ। কর্মশালা শেষে এতে অংশগ্রহণ করা প্রত্যেকের মাঝে সনদ বিতরণ করা হয়। একুশে সংবাদ ডটকম/আর/২৯-০৮-০১৪:
Link copied!