AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ঝুলন্ত তার নিয়ে কঠোর হচ্ছেন সিটি করপোরেশন


Ekushey Sangbad

০১:৪০ পিএম, আগস্ট ১২, ২০২০
এবার ঝুলন্ত তার নিয়ে কঠোর হচ্ছেন সিটি করপোরেশন

একুশে সংবাদ: তারের জঞ্জাল পুরো রাজধানীজুড়ে। ডিশ ক্যাবল লাইন, ইন্টারনেট লাইন, টেলিফোনের লাইনসহ যত্রতত্র ক্যাবল টানানোর ফলে তারের জঞ্জালে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য।অলিতে গলিতে বিদ্যুতের খুঁটিতে তার আর তার।এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশন ঝুলন্ত তার অপসারণের মাধ্যমে শহরের সৌন্দর্য ফেরাতে কঠোর হচ্ছে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ আগস্ট থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ঝুলন্ত তার সরিয়ে নেয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া বেঁধে দেয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘১ অক্টোবর থেকে ঢাকা উত্তরে যত ঝুলন্ত তার আছে সেগুলো কেটে ফেলা হবে। ঝুলন্ত তার সরানোর জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হলো। রাস্তায় বা ল্যাম্পপোস্টে অবৈধ ঝুলন্ত পোস্টার বা বিজ্ঞাপন বোর্ড থাকতে পারবে না। এছাড়া শহরের দেয়ালে যারা লিখবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে। আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করব। এই কার্যক্রম চলমান থাকবে।’ তিনি বলেন, ‘আমরা বহির্বিশ্বে গিয়ে দেখি, আকাশের দিকে তাকালে কোনো বাধা নেই। কিন্তু ঢাকা শহরে যখন আসি তখন দেখি শুধু বাধা আর বাধা, তারের জঞ্জাল। আমরা সব তার অপসারণ করব-সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক বা কোনো সরকারি সংস্থার হোক। পর্যায়ক্রমে সব তার অপসারণ করা হবে।’ ‘শিথিলতার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই তারের জঞ্জালমুক্ত একটি ঢাকা নগরী ঢাকাবাসীকে উপহার দেয়া’-বলেন মেয়র। একুশে সংবাদ/তাশ/১২/০৮/২০২০
Link copied!