AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে মহিলা আ.লীগের দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি


Ekushey Sangbad

০১:৪৪ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
চট্টগ্রামে মহিলা আ.লীগের দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি

একুশে সংবাদ : চট্টগ্রামে প্রায় দুই দশক পর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হলেও শুরুতেই পুলিশ ও দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন এসব ঘটনা ঘটে। মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তার অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় সম্মেলনে প্রবেশ করতে না পারা তপতি সেনগুপ্তার অনুসারীরা সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রধান অতিথির গাড়িবহরেও বাধা দেন। প্রত্যক্ষদর্শীরা জানা যায়, সম্মেলনের পুরো নিয়ন্ত্রণ করছে সভাপতি হাসিনা মহিউদ্দিন। দলের সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্য নেত্রীদের কাউন্সিলিং কার্ড দেয়া হয়নি। যার ফলে সমাবেশ স্থলে প্রবেশ করতে গেলে সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তাসহ তার অনুসারীদের সম্মেলন স্থলে প্রবেশ করতে দেয়নি দায়িত্বরত পুলিশ। এর ফলে পুলিশের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সম্মেলনস্থলে দফায় দফায় উত্তেজনাও দেখা দিয়েছে। যার ফলে এক গ্রুপ সম্মেলনে যোগ না দিয়ে সম্মেলনস্থলের বাইরে জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার এএসআই আঃ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্মেলনের কার্ড যাদের আছে তাদের সম্মেলন স্থলে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। যাদের কার্ড নাই তাদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। যার কারণে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দিয়েছে। এদিকে সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তার অভিযোগ, তার পক্ষের নেতাকর্মীদের কাউকেই সম্মেলনে প্রবেশ করার কাউন্সিলিং কার্ড দেয়া হয়নি। তার পক্ষের মধ্যে শুধুমাত্র কমিটিতে যারা আছেন তারাই কেবল কার্ড পেয়েছেন। অন্য কয়েকশ নেতাকর্মীর কার্ড না থাকার অজুহাতে সম্মেলনেস্থলে প্রবেশ করতে দিচ্ছে না। সম্মেলনস্থলে প্রবেশ করতে না পেরে তপতি সেনগুপ্তার কয়েক’শ অনুসারী কমিউনিটি সেন্টারের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন এবং তারা বারবার সম্মেলনে প্রবেশ করার চেষ্টা করছে। একুশে সংবাদ // পপি // বিবা // ১৪.০২.১৭
Link copied!