AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিটি হবে আগামী দিনের বৈদেশিক আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত -পরিকল্পনা মন্ত্রী


Ekushey Sangbad

০৩:৩৮ পিএম, মে ৮, ২০১৬
আইসিটি হবে আগামী দিনের বৈদেশিক আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত  -পরিকল্পনা মন্ত্রী

একুশে সংবাদ : পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন , অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের আইসিটি হচ্ছে অন্যতম প্রধান খাত । আমাদের জনগোষ্ঠী খুবই বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী । দেশের শতকরা ৭০ ভাগ ছেলে এবং মেয়ে কর্মক্ষম বয়সী । এ বিশাল সম্পদকে কাজে লাগাতে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে । মন্ত্রী আজ ঢাকায় আইসিটি বিভাগ আয়োজিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করে প্রবৃদ্ধি গতিশীল করণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আইসিটি বিভাগের সচিব অনুষ্ঠানে বক্তৃতা করেন । পরিকল্পনা মন্ত্রী বলেন , দেশের ছয়কোটি মানুষ ইন্টারনেট এবং শতকর প্রায় নব্বইভাগ মানুষ মোবাইল ব্যবহার করে। এটা অভাবনীয় সাফল্য । জিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসুচি বাস্তবায়নের যে যাত্রা শুরু হয়েছে এর সুফল মানুষ আজ পেতে শুরু করেছে । দেশ আজ এগিয়ে যাচ্ছে অভাবনীয় গতিতে । দক্ষিন পূর্ব এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগের জন্য থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে । তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে আইসিটি খাতের অগ্রগতিতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসুচির উল্লেখ করেন । তিনি আইসিটি শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন , আইসিটি হবে আগামীদিনের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত । একুশে সংবাদ /এস /০৮-০৫-১৬
Link copied!