AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএসইতে লেনদেন চলছে সূচকের মিশ্রাবস্থায়


Ekushey Sangbad

১১:৫৫ এএম, নভেম্বর ১৭, ২০১৪
ডিএসইতে লেনদেন চলছে সূচকের মিশ্রাবস্থায়

একুশে সংবাদ : দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১ ঘণ্টায় ডিএসইতে ২৩১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির। আর দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে। তবে কমেছে অপর দুই সূচক। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৮ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৭২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৫১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। একুশে সংবাদ ডটকম/আর/১৭-১১-০১৪:
Link copied!