AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গর্ভাবস্থায় যৌনমিলন শরীরকে তাজা রাখে


Ekushey Sangbad

১১:২৩ এএম, অক্টোবর ২৭, ২০১৪
গর্ভাবস্থায় যৌনমিলন শরীরকে তাজা রাখে

একুশে সংবাদ : বেশির ভাগ মহিলা এবং পুরুষদের জন্য যৌন মিলন আর গর্ভধারণ একসঙ্গে ঠিক যায় না৷ কিন্তু গর্ভবতী থাকার সময় যৌন মিলন মা এবং তার বাচ্চার কোনও রকম ক্ষতি করে না৷ বরং এই সময় শারীরিক মিলন ঘটলে শরীর অনেকরকম ভাবে উপক্রিত হয়৷ তার কিছু সন্ধান দিলাম আমরা৷ শরীরে রক্ত প্রবাহর উন্নতি ঘটায় গর্ভবতী থাকার সময় শরীরে মা এবং শিশুর উভয়েরই চাহিদা মেটাবার জন্য রক্ত প্রবাহ দ্বীগুন মাত্রায় বাড়ে যায়৷ এই পদ্ধতিতে যদি কোনও ব্যঘাত ঘটে তাহলে শরীরের অনেক ক্ষতি হতে পারে৷ কিন্তু এই রক্ত প্রবাহ সচল রাখতে যৌন মিলন খুব গুরুত্বপূর্ণ এখটি ভূমিকা রাখে৷ কারণ শারীরিক মিলন এই সময় শরীরে হরমোন এবং রক্তের প্রবাহ নমনীয় করে তার উন্নতি ঘটায়৷ ফলে বাচ্চাকে পর্যাপ্ত পরিমান অক্সিজেন ও পুষ্টি যোগিয়ে তাকে বেড়ে উঠতে সাহায্য করে৷ যৌন মিলন কোমরের মাংস পেশিকে শক্তি যোগায় গর্ভবতী থাকার সময় যদি রোজ শারীরিক মিলন ঘটে তাহলে কোমরের মাংস পেশিকে শক্তি যোগায়৷ এই সময় ডাক্তাররা ব্যায়াম করার পরামর্শ দেন৷ যৌন মিলন এমন একটি ভাল ব্যায়াম যা হাড় এবং মাংস পেশিকে মজবুত করে৷ যৌন মিলন শরীরকে রোগব্যাধি আক্রমণ করার ক্ষমতা বাড়ায় গর্ভবতী থাকার সময় শরীর রোগব্যধি আক্রমণ করার ক্ষমতা খুবই কম থাকে৷ তাই পুষ্টিকর খাওয়া দাওয়া করার পাশাপাশি যৌন মিলন শরীরে রোগব্যধি আক্রমণ করার ক্ষমতা বাড়ায়৷ কারণ শারীরিক মিলন রক্তে এলজিএ অ্যান্টিবডিজ এর পরিমান বৃদ্ধি করে শরীরকে সুরক্ষিত রাখে৷ একুশে সংবাদ ডটকম/আর/২৭-১০-০১৪:
Link copied!