AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনসঙ্গী খুঁজে পেতে কিছু পরামর্শ


Ekushey Sangbad

০৩:৩৬ এএম, অক্টোবর ১৯, ২০১৪
জীবনসঙ্গী খুঁজে পেতে কিছু পরামর্শ

একুশে সংবাদ : জীবনের সঙ্গী-সঙ্গিনী খুঁজে পেতে বর্তমানে অনলাইন ডেটিং সাইট বা বিয়ের পাত্র-পাত্রী সন্ধানের সাইটগুলোকে বিশাল ক্ষেত্র হিসাবে দেখছেন আধুনিক নারী-পুরুষরা। প্রিয় মানুষটিকে খুঁজে নিতে পথের দূরত্ব আর কোনো সমস্যা নয়। তবে এ ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরও এসব সাইটের গুরুত্ব বাড়ছে। এ ধরনের সাইট থেকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পেতে নিন কিছু পরামর্শ। প্রচ্ছদ দেখে বই পছন্দ নয় : এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো নারী বা পুরুষের ছবি দেখে তার প্রেমে পড়ে যাবেন না। বহু মানুষ এখানে রয়েছেন যারা সমস্যা সৃষ্টি করছেন। তাদের এড়িয়ে যেতে হলে ছবি দেখে পছন্দ করলেও চোখে না দেখা পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাবেন না। গবেষণা চালান : একবার কাউকে পছন্দ করলে তার প্রোফাইল নিয়ে গবেষণা চালাতে থাকুন। গুগল প্লাস, ফেসবুক বা লিঙ্কএডিন এর মতো অন্যান্য সোশাল সাইটে তার প্রোফাইল দেখুন। মানুষটির দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে কিনা তাও দেখে নিতে হবে। তার বিষয়ে কোথাও কখনো কোনো তথ্য ও খবর চাপা পড়ে রয়েছে কিনা তা নিয়ে গবেষণা চালান। প্রথম পদক্ষেপ গ্রহণে ভয় নয় : ডেটিং সাইটে পছন্দের মানুষটির সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে যদি দেখেন কোনো ঝামেলা নেই, তবে তাকে নিয়ে চিন্তার রাস্তা খুলে দিতে পারেন। এবার প্রয়োজন যোগাযোগের। আর এ জন্য কোনো অস্বস্তি ছাড়া আপনিই প্রথম পদক্ষেপ নিতে পারেন। সাধারণত এর পরের ধাপে চ্যাটিং দিয়ে শুরু করতে পারেন। এর মাধ্যমে বহু তথ্য নিতে পারবেন এবং আগ্রহ বাড়লে দেখা করার বিষয়টি আসতে পারে। চ্যাটে সাবধান হোন : যোগাযোগের শুরুতে দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক দল চ্যাট থেকে খুব দ্রুত ফোনে কথা বলাতে যেতে চান। অন্য দলটি চ্যাটিংয়েই আগ্রহী থাকেন। অপরজন কী বলছে তা বিষয় নয়। আপনার কাছে যা ভালো লাগবে তাই করতে চাইবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন : চ্যাটিং বা ফোনে আলোচনার ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন। দেখা করে দুজন দুজনকে বোঝার আগে চ্যাটিং বা কথার আবেগে জড়িয়ে পড়বেন না। গোপনীয়তা অবমুক্ত নয় : চেনা-জানার অর্থ নিজের সব গোপনীয়তা খোলাসা করা নয়। অন্তত চ্যাটিং বা ফোনে কথা বলার স্তরে তা করবেন না। বিশেষ করে নিজের উপার্জন, পরিবারের সমস্যা ইত্যাদি বিষয়ে এতো আগেই কিছু বলবেন না। সময় দিন : জীবনের জন্য যাকে খুঁজছেন, তাকে খুঁজে পেতে সময় ব্যয় করুন। এমনও হতে পারে আপনার ভুয়া আইডি কোনো মানুষের সঙ্গে বেশ কিছু সময় নষ্ট করতে হবে। কিন্তু খুঁজতে থাকুন, মনের মতো মানুষটির দেখা পেয়ে যাবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস একুশে সংবাদ ডটকম/আর/১৯-১০-০১৪:
Link copied!