AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একটি ষাঁড় ও একটি ব্যাং


Ekushey Sangbad

০৩:০০ পিএম, জুন ১৬, ২০১৯
একটি ষাঁড় ও একটি ব্যাং

পুকুরের ধারে এক ব্যাং তার পরিবার নিয়ে বাস করত। সেই ব্যাঙের অনেকগুলো বাচ্চা ছিল। একদিন একটি ব্যাঙের বাচ্চা পুকুরের পাশে স্যাঁতস্যাঁতে মাঠে ঘুরছিল। সেই মাঠে তখন একটি ষাঁড় চরছিল। বিশাল ষাঁড়টাকে দেখে বাচ্চা ব্যাঙটি প্রথমটায় একটু হকচকিয়ে গিয়েছিল। পরে সাহস করে দূর থেকে তাকে ভালো করে দেখতে লাগল। আর যতই তাকে দেখতে লাগল ততই সে অবাক হয়ে যেতে লাগল। তারপর এক সময় সে ঘরে ফিরে এল। ফিরে এসে ব্যাঙের বাচ্চাটি তার মাকে বলল মা, মা, আজকে মাঠে আমি একটা বিরাট জানোয়ার দেখে এলাম। সে যে কত বড়ো আর মোটা তা না দেখলে তুমি বুঝতে পারবে না। ব্যাং বাচ্চাটির মা তখন একটু অহংকারের স্বরে বলল- অ্যাঁ, কি বললি? - সে আমার চেয়েও বড়ো দেখতে? বাচ্চাটি হাসতে হাসতে বলল- তুমি কি বলছ, মা। তোমার চেয়ে সেই জানোয়ারটা অনেক অনেক গুণ বড়ো। মা- ব্যাঙটি তখন তার পেটটা ফুলিয়ে বলল, 'এই এত বড়ো?' বাচ্চা ব্যাঙটি হা হা করে হেসে বলল- তুমি তার একশো ভাগ এর এক ভাগও না। মা- ব্যাঙটি তখন তার পেটটা আরও ফুলিয়ে বলল- এবার! বাচ্চা ব্যাঙটি তখন হাসতে হাসতে বলল- 'মা, তুমি হাজার চেষ্টা করলেও তার মত বড়ো হতে পারবে না। ব্যাং- বাচ্চাটির এই কথা শুনে মা- ব্যাং রেগেমেগে তার পেটটা আরও বড়ো করে ফুলাতে লাগল আর ওমনি ফটাস করে ফেটে গেল তার পেটটা। মা- ব্যাঙটি মারা গেল। একুশে সংবাদ //আ.স.ন // ১৬.০৬.২০১৯
Link copied!