AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী উদ্যোক্তাদের নিয়ে "উই" এর চারদিনব্যাপী মেলা


Ekushey Sangbad

০৫:০৫ পিএম, সেপ্টেম্বর ১২, ২০১৮
নারী উদ্যোক্তাদের নিয়ে

একুশে সংবাদ : দেশের নারীদের অন্যতম সুবৃহৎ প্ল্যাটফর্ম "ওমেন এ্যান্ড ই কমার্স ফোরাম" (উই, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর পার্ট) এর আয়োজনে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে আগামীকাল শুরু হতে যাচ্ছে "উই কালারফুল ফেস্ট ২, ২০১৮"। চারদিন ধরে এই মেলা হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথমবারের মত সম্পূর্ন ভিন্ন ধরণের। মেলায় অংশ গ্রহন করবে দেশের বেশ বড় বড় কয়েকটি বুটিক হাউজ।এছাড়াও অংশ গ্রহন করবে নারী উদ্যোক্তাদের বেশ বড় কয়েকটি গ্রুপের সদস্যরা। বৃহস্পতিবার সকালে মেলায় স্টার্টাপ টকে অংশ নেবেন দেশের নবীন ও প্রবীন বেশ কয়েকজন সফল উদ্যোক্তা, আইসিটি সংগঠনের নেতৃত্বে থাকা তরুণ এবং সাংবাদিক। বিকেলে মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত থাকবেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর শিকদার, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, ওমেন এ্যান্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান নাছিমা আক্তার নিশা, এফবিসিসিআই এর পরিচালক রাশিদুল হোসাইন চৌধুরী। মেলার দ্বিতীয় দিন ১৪ই সেপ্টেম্বর শুক্রবার ছুটির দিনে বাড়বে ভিড়, এমন প্রত্যাশা মেলা সংশ্লিষ্টদের। সেজন্য থাকছে বেশ বড় বড় চমক, সকাল দশটায় মেকআপ ওয়ার্কশপ হবে মেলায় আগত দর্শনার্থীদের জন্য। ওয়ার্কশপটি পুরোটাই ফ্রি থাকবে ক্রেতাদের জন্য। দেশের নামকরা তিনজন বিউটি এক্সপার্ট অংশ নেবেন ওয়ার্কশপটিতে। ১৪ তারিখ দুপুর তিনটায় বাচ্চাদের নিয়ে হবে আর্ট ওয়ার্কশপ এবং বিকেল পাঁচটায় পডকাস্ট। ১৫ই সেপ্টেম্বর শনিবার বেলা বারোটায় দি টু আওয়ার জব ওয়ার্কশপ হবে মেলা প্রাঙ্গনে, মেলায় আগত ক্রেতাদের জন্য এটাও সম্পূর্ন উন্মুক্ত থাকবে। প্যানেল ডিসকাশনটিতে অংশ নেবেন - এটুআই প্রজেক্টের কনসালটেন্ট মো. শাহরিয়ার হাসান জিসুন, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এক্সপার্ট আরিফুল ইসলাম, বাংলাদেশ আইপি ফোরামের লিগ্যাল কাউন্সেল নাহিদ হোসেন। ১৫ তারিখেই আরো একটি প্যানেল ডিসকাশন থাকছে উদ্দ্যোক্তাদের স্বপ্ন বাঁচানোর প্রেক্ষাপট ঘিরে। ১৬ তারিখে স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের সহযোগীতায় একটি মাদকবিরোধী সেশন অনুষ্টিত হবে। এভাবেই মেলা যখন শেষদিনে গড়াবে, মানে ১৬ই সেপ্টেম্বর-রবিবার। সেদিন থাকবে দারুণ কিছু চমক, দারুণ কিছু আয়োজন। বিকেল চারটায় তারায় তারায় ভরে উঠবে মেলা প্রাঙ্গন। মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার সালমা খাতুন, অভিনেত্রী মাছুমা রহমান নাবিলা, বাংলানিউজ২৪ এর হেড অফ ফ্যাশন এ্যান্ড লাইফস্টাইল শারমিনা ইসলাম, কর্পোরেট আইকন সোলায়মান সুখন, ৭১টিভির নাজনীন মুন্নী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি মাহমুদা আফরোজ, জনপ্রিয় আরজে হুমায়ুন কবির নিরব। আয়োজকেরা এটার নাম দিয়েছেন "মাই ড্রিম, মাই আইডেন্টিটি"। সন্ধ্যায় মেলার সমাপনী আয়জনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল সেক্রেটারী মো. আবদুল ওয়াহেদ তমাল, ওমেন এ্যান্ড ই কমার্স ফোরামের এর ফাউন্ডার এ্যান্ড প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মাদ আলী নকি, ধ্বনির চেয়ারম্যান ফারহানা চৌধুরী। আয়োজনটি নিয়ে ওমেন এ্যান্ড ই কমার্স ফোরাম বেশ আশাবাদী। সংগঠনটির প্রতিষ্টাতা নাছিমা আক্তার নিশা বলেন, " অতীতের যেকোনো সময়ের চেয়ে গোছানো পরিকল্পনায় উই এবার হাজির হচ্ছে বেশ বড় এই মেলাকে নিয়ে। বেশ নিত্যনতুন পন্য নিয়ে হাজির হবেন উদ্যোক্তারা, আপনারা দেখতে আসুন মেলা। উপভোগ করুন মেলা।" একুশে সংবাদ // এস.দূরালা // ১২.০৯.২০১৮
Link copied!