AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রুকলার থেকে আপনার ফোন নম্বর মুছবেন যেভাবে


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
ট্রুকলার থেকে আপনার ফোন নম্বর মুছবেন যেভাবে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্যবহার পদ্ধতি সহজ করছে স্মার্টফোন অ্যাপ। এরমধ্যে সবচেয়ে দরকারি এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার।

 

ট্রুকলার এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করে। তাই কারও নম্বর দিলেই ট্রুকলারে ব্যক্তির নাম জানা যাবে।
অপরিচিত নম্বরগুলো শনাক্ত করার জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। একদিকে যেমন আপনি অজানা নম্বর ট্রুকলার থেকে দেখছেন, অন্যদিকে আপনার ফোন নম্বরও ফোনের অন্য প্রান্তে ট্রুকলারে ভেসে ওঠে।

আর তাই অনেক ব্যবহারকারী এখন ট্রুকলারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছেন। অনেকেই ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর মুছে ফেলতে চান।

ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন। 
২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন। 
৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন। 
৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন। 
৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।

ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে।

ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই www.truecaller.com/unlisting ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন। 
৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন। 
৪. আনলিস্ট করুন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!