বুধবার (৮ ফেব্রুয়ারি) ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিনেমার নাম জানানো হয়েছে।
এর গল্প লিখেছেন পরিচালক গৌতম কৈরী। সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মন্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহাসহ অনেকেই।
সিনেমাটিতে সিএনজিচালকের চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে। তিনি বলেন, ‘আন্তঃনগর’-এ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছে। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।’
অভিনেত্রী রুনা খান বলেন, ‘প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাদের গল্প দেখানোর চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগরের বলার ধরনে ভিন্নতা ছিল। আশা করছি দর্শকরা এটা দারুণভাবে উপভোগ করতে পারবে।’
পরিচালক গৌতম কৈরি বলেন, ‘আমার প্রথম সিনেমা আন্তঃনগর। মিশ্র এক অনুভূতির মধ্য দিয়েই যেতে হয়েছে আমাদের। আন্তঃনগর-এ অভিনয়শিল্পীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কাজটি করেছে।’
সিনেমার গল্প নিয়ে পরিচালক বলেন, ‘এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। আন্তঃনগর অভিজ্ঞতা দর্শকদের নতুন কিছুর স্বাদ দেবে।’
এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। গৌরিপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে হয়েছে ‘আন্তঃনগর’-এর শুটিং। সিনেমাটি খুব শিগগিরই চরকিতে দেখতে পাবে দর্শক।
একুশে সংবাদ.কম/চ.ট/বি.এস
আপনার মতামত লিখুন :