AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনাবৃত হয়ে রণবীর ট্রোলড! উরফি-সহ যে ত্বন্বীরা টপলেস ছবিতে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১০ পিএম, ৪ আগস্ট, ২০২২

অনাবৃত হয়ে রণবীর ট্রোলড! উরফি-সহ যে ত্বন্বীরা টপলেস ছবিতে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে

 

সোশ্যাল মিডিয়ায় রণবীর সিং এর অনাবৃত ছবি আলোড়ন ফেলেছিল। কিন্তু বিটাউনের নায়িকারাও পিছিয়ে নেই। উরফি জাভেদ-সহ যে ডিভারা টপলেস ছবিতে ঝড় তুলেছেন দেখুন।

নিম্নাঙ্গে ডেনিম প্যান্ট। কিন্তু উর্ধ্বাঙ্গে নেই কোনও পোশাক। নিজেকে ঢেকেছেন নিজেরই একঢাল চুল দিয়ে।

উরফি জাভেদ বরাবরই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেন ব্যতিক্রমী পোশাক পরে। এই ছবিটি এখন টক অফ দ্য টাউন।

পরনে শুধু ডেনিম প্যান্ট। টপলেস বলিউড ত্বন্বীকে চিনতে পারছেন? অভিনেত্রী এষা গুপ্তার এই ছবি সোশ্যালে ঝড় তুলেছিল।

কালকি কেকলানের এই ন্যুড ফোটোশ্যুটে যে শৈল্পিক ছোঁয়া আছে তা বলাই বাহুল্য। অনাবৃত হলেও এই ছবিকে কখনওই অশ্লীল বলা যায় না।

ডাব্বু রত্নানির ক্যামেরায় টপলেস সানি লিওন। কিন্তু যেভাবে ছবিটির স্টাইলিং করা হয়েছে তা প্রশংসনীয়।

নিজের পোষ্য বিড়ালকে চোখে হারান অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অঙ্গ ঢেকেছেন সেই প্রিয় পোষ্যকে দিয়েই।

বলিউড ডিভা দিশা পাটানির এই টপলেস ফোটোশ্যুট ঝড় তোলে। ছবি তুলেছেন ডাব্বু রত্নানি।

এমনিতে পাশের বাড়ির মেয়ের মতো ইমেজ। কিন্তু এই ছবিতে ছক ভেঙেছেন পরিণীতি চোপড়াও।

বলিউডের মিষ্টি নায়িকা কৃতী স্যানন। তবে এই ছবিতে তাঁর সাহসী অবতার ফুটে উঠেছে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Shwapno
Link copied!