AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অবশেষে লাইভে এসে দিঘিকে ‍‍`বোন‍‍` বানালেন তৌহিদ আফ্রিদি 


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২২
অবশেষে লাইভে এসে দিঘিকে ‍‍`বোন‍‍` বানালেন তৌহিদ আফ্রিদি 

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ইউটিউবার তৌহিদ আফ্রিদির পুরোনো প্রেমের গুঞ্জন।বিভিন্ন সময় তাদের সম্পর্ক নিয়ে বহু সমালোচনা হয়েছে এবং রটেছে নানা মুখরোচক খবর।

রোববার (২৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে আসেন আফ্রিদি, দীঘি ,তাদের কিছু বন্ধু এবং সঙ্গে ছিলেন আফ্রিদির মা। সেখানে দেখা যায়, আফ্রিদির মা সবাইকে নিজের হাতে তুলে খাইয়ে দিচ্ছেন। তিনি যখন দীঘিকে খাওয়াচ্ছিলেন তখন আফ্রিদিকে উদ্দেশ্য করে বলেন, দীঘি তোমার ছোট বোন ওকে শপিং করিয়ে দেবে, ঈদের সালামি দেবে। দীঘিও সেই সুরে তাল মেলান। 

অবশেষে লাইভে দীঘিকে নিজের 'ছোট বোন' হিসেবে পরিচয় করিয়ে দিলেন আফ্রিদি।তার মা-ও দীঘিকে ছোট মেয়ে বলে সম্বোধন করে।দীঘির দিকে পা বাড়িয়ে দিয়ে সালাম করতে বলে আফ্রিদি।দীঘিও তাকে সালাম করতে উদ্যত হয় তবে খাওয়ার সময় সালাম করা থেকে বিরত থাকেন। 

মূলত আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসছে ৯৯ নম্বর ভল্গ  সেটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাতেই তিনি লাইভে আসেন।৬ মিনিট ৩৬ সেকেন্ডের লাইভটিতে প্রমোশনের পাশাপাশি তাদের সবাইকে বেশ মজা করতে দেখা গেছে।

 

একুশে সংবাদ / আর.টি / এস.আই