AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

যার হাত ধরে টলিউডে অভিষেক হচ্ছেন মিথিলা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩৪ পিএম, ১০ জুলাই, ২০২১
যার হাত ধরে টলিউডে অভিষেক হচ্ছেন মিথিলা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার ওপার বাংলার ছবিতেও ডেবিউ করতে চলেছেন তিনি। পরিচালক রাজর্ষি দের ছবিতে দেখা যাবে তাঁকে। আর এখবর মিথিলা ও পরিচালক রাজর্ষি দে দুজনেই নিশ্চিত করেছেন।

মিথিলা বলেন,  রাজর্ষি দের ছবিতে অভিনয় করার খবরটা সত্যি। তবে এখনই এবিষয়ে আমি কিছু বলতে পারব না।'' 

রাজর্ষি দে জানান, শেক্সপিয়রের ম্যাকবেথ অবলম্বনে 'মায়া' ছবিটি তৈরি হচ্ছে। আর সেখানেই মিথিলা অভিনয় করছেন। তবে শুধু মিথিলা নন, এই ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেককেই দেখা যাবে। 

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। রাজর্ষি দে আরও জানান, ''আশা রাখছি আগামী সপ্তাহ থেকই কাজ শুরু করতে পারব, তবে শ্যুটিংয়ের অনুমতি এখনও মেলেনি, ওটা পেলে তারিখটা নিশ্চিত করে বলতে পারব।''

প্রসঙ্গত ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।।

একুশে সংবাদ/ আরিফ