শেরপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বিপুল মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় গাজীপুর জেলার চাপুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপুল মিয়া শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ইয়ারচর এলাকার দুদু মিয়ার ছেলে।
জানা গেছে, ভুক্তভোগী একজন নাবালিকা স্কুল ছাত্রী। অপরদিকে বিপুল মিয়া পাশের গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীকে স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত নানা রকমের অশ্লীল কথাবার্তা বলা সহ কুপ্রস্তাব দেয় বিপুল। এর আগে বিপুল মিয়া ভুক্তভোগীকে ২০২৩ সালের ২৮ জুলাই ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করলে বিপুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত। গত ৮ আগষ্ট সে জামিনে মুক্ত হয়। জামিনে মুক্তি পেয়েই ঘটনার প্রতিশোধ নিতে গত ১৯ আগষ্ট রাতে ভুক্তভোগীর বাড়ীতে গোপনে অবস্থান করে সে। ঐ স্কুলছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে বিপুল তাকে গামছা দিয়ে মুখ বেঁধে বাদীর বাড়ীর পাশে বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে এলে বিপুল পালিয়ে যায়।
এ বিষয়ে ঐ স্কুলছাত্রীর বাবা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করলে আসামী বিপুল মিয়া পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১ এবং র্যাব-১৪ এর যৌথ আভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের চাপুলিয়া এলাকা থেকে বিপুল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত আসামী বিপুল মিয়াকে রাতেই শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ বাদল সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ.কম/এসএপি
আপনার মতামত লিখুন :