AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জের ৭৬টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বললেন জেলা প্রশাসক


Ekushey Sangbad
লাতিফুর রহমান, ঠাকুরগাঁও
০৭:১৫ পিএম, ২৫ মে, ২০২৪
পীরগঞ্জের ৭৬টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বললেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ৭৬টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ। যে কোন নির্বাচনকে ছোট করে দেখা যাবে না। তিনি আরো বলেন, রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না। রেজাল্টসিটে স্বাক্ষর করার পর দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করবেন। ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে। সরল বিশ্বাসে যে কোন কাজ করা যাবেনা কারণ জিতলে প্রার্থীর ত্রেডিট হারলে প্রিজাইডিং অফিসারের দোষ।


শনিবার(২৫ মে) বিকেলে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার রামকৃষ্ণ বর্মন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,  জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান। পীরগঞ্জের ইউএনও  রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুন্জুরুল আলম, সহকারী কমিশনার(ভূমি) এন এম ইশফাকুল কবীর, ওসি খাইরুল আনাম, নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ নির্বাচনে  ৭৬ জন প্রিজাইডিং অফিসার,  সহকারী  প্রিজাইডিং অফিসার ৫৮৫ এবং  পোলিং এজেন্ট ১১৭০ জন দায়িত্ব পালন করবেন।


এ উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোট গহন অনুষ্ঠিত হবে উপজেলায় মোট ভোটার সংখ্যা  ২লক্ষ ৬হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৪ হাজার ৮৭৪, মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৭৮৭জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী অংশ নিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!