AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আম পাকলেই বাজারজাত করা যাবে


আম পাকলেই বাজারজাত করা যাবে

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে পরিপক্ক হলেই আমপাড়ার পরামর্শ দিলেন জেলা প্রশাসন। 

গোপালভোগসহ গুটি জাতের আম এ নির্ধারিত সময়ের মধ্যে গাছ থেকে পারতে পারবে চাষীরা। ফলে, আম পাড়া নিয়ে সংশয় দূর হলো আমচাষীদের। এ মৌসুমে আমচাষী-আমব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে জন্য জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার দুপুরে ম্যাংগো কালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক এ কে গালিভ খাঁন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রেল রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের চীফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুখলেসুর রহমান, বিভাগীয়  বাণিজ্যিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। 

উন্মুক্ত আলোচানয় বক্তব্য রাখেন, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কোÑঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খাঁন শামীম খাঁন, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনসুর আলী, কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায়, আম যথাসময়ে পরিপক্ক হওয়ার পর তা পেড়ে বাজারজাতকরণে পরামর্শ প্রদান করা হয়। পুরো আম মৌসুমে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, আমব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মনিটরিং কমিটির সার্বক্ষনিক পর্যবেক্ষণ, বিষমুক্ত আম বাজারজাতকরণ, স্মার্ট আম ব্যবস্থাপনা বিপণনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এছাড়া আম পরিবহনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ জেলার আম চাষ অব্যাহত রেখে বিশ্বেরবুকে চাঁপাইনবাবগঞ্জের সুনাম ধরে রাখার জন্য আমচাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

এব্যাপারে জেলা প্রশাসন আমচাষী, আমব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনদের সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!