AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবার পণ্য নিয়ে বাংলাদেশে এলেন ভারতের নারী ট্রাকচালক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০৮:৪৩ পিএম, ২১ এপ্রিল, ২০২৪
প্রথমবার পণ্য নিয়ে বাংলাদেশে এলেন ভারতের নারী ট্রাকচালক

ভারত থেকে পণ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এক নারী ট্রাকচালক। বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে রোববার (২১ এপ্রিল) সকালে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোলে বন্দরে প্রবেশ করেন ওই নারী ট্রাকচালক। ওই নারী ট্রাকচালক দক্ষিণ ভারতের তামিলনাডুর অমল রাজের মেয়ে অর্ন পূর্নী রাজকুমার।

ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “ভারতের বিহার থেকে ডেনিম ফেব্রিক্স বোঝাই ট্রাক নিয়ে শনিবার দুপুরে পেট্টাপোল বন্দরে আসেন আন্তর্জাতিক ট্রাকচালকদের একজন অর্ণ পূর্ণী রাজকুমার। একটি কন্টিনার নিয়ে ভারত থেকে বাংলাদেশে গেল।

চালক অর্ণ পূর্নী রাজকুমার বলেন, “লরি চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভাল লাগছে। খুশি আমি। এর আগে দেশের ভেতরে লরি নিয়ে বিভিন্ন প্রদেশ গিয়েছি। তবে এবারই ভিন্ন দেশের একটি বন্দরে আসলাম। খুব খুবই ভাল লাগছে। সবার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।”

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, “নারী ট্রাক চালকের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। বন্দর কর্তৃপক্ষের নজরদারি রয়েছে। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হচ্ছে।”

একুশে সংবাদ/বি.নি./এসএডি

Link copied!