AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে এস্কেভেটর ও ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা


ফরিদপুরে এস্কেভেটর ও ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা

ফরিদপুরে গভীররাতে পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলনের সময় অভিযানে ২৩টি ট্রাক ও ৮টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু কাটার কাজে জড়িতরা এস্কেভেটর ও ট্রাক ফেলে পালিয়ে যায়।

বুধবার মধ্যরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করা হয়।

শহরসংলগ্ন ধলার মোড়ে পদ্মা নদীর তীরবর্তী শহর রক্ষা বাঁধ এলাকায় রাতে এসব এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিল।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটরগুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!