AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

ভাঙ্গুড়ায় ঈদ ঘিরে সেলুনে উপচেপড়া ভিড়


ভাঙ্গুড়ায় ঈদ ঘিরে সেলুনে উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা প্রায় শেষ। নতুন জামা-জুতা ও শাড়ি-গহনা কেনারও তাড়া নেই। তবে ঈদ উদযাপনে প্রস্তুতি ফুরোয়নি পাবনার ভাঙ্গুড়া উপজেলাবাসীর। কেনাকাটা সেরে সবাই এখন নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত।

আর সে কারণেই সেলুনগুলোতে বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় লেগেছে। চুলে ছাঁট, ফেসিয়াল, কালার ও দাড়ি কাটতে ছুটছেন সেলুনে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সেলুন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। পরিবারের ছোট শিশুদের নিয়ে সেলুন যাচ্ছেন অভিভাবকেরা। সেলুনে আসা অনেকে খুশি হয়েই বাড়তি মজুরি দিচ্ছেন।

শেষ সময়ের ভিড় এড়াতে পৌরসভার প্রশান্ত হেয়ার ড্রেসারে আসা ব্যবসায়ী শাকিল হোসেন বলেন, শেষ সময়ে হিজিবিজি লেগে যায়। এটাওটা কেনা লাগে। পরে দেখা যায় অনেক রাতে চুল কাটার জন্য সেলুনে ছুটতে হয়। এজন্য আগেভাগেই এসেছি।

ভাঙ্গুড়া পৌর সদরের কলেজ পাড়া মোড়ের প্রশান্ত হেয়ার ড্রেসারের নরসুন্দর প্রশান্ত কুমার শীল জানান, চুল কাটা, বডি ম্যাসাজ, বিভিন্ন ধরনের ফেসিয়াল, দাড়ির বিভিন্ন কাটের পাশাপাশি অনেকেই আবার সাদা চুল কালারও করছেন। বিনিময়ে নির্ধারিত সেবামূল্যের পাশাপাশি গ্রাহকরা নরসুন্দরদের ঈদ বকশিশ দিচ্ছেন। বকশিশ পেয়ে তারা খুশি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!