AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১০:৩৪ এএম, ১৮ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরের বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যেরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই সদস্যের নাম পরিচয় কখনও পাওয়া যায়নি। আহতরা হলেন- আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে ১০জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।

এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাত দলের সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

সোনারগাঁয়ের পরিদর্শক তদন্ত মহসিন মিয়া জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় সোমবার (১৮ মার্চ) সোনারগাঁও থানায় মামলা হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/সা.আ

 

Link copied!