AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে দেড় শতাধিক দুস্থ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মাদারীপুর
০৭:২৪ পিএম, ১০ মার্চ, ২০২৪
শিবচরে দেড় শতাধিক দুস্থ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

মাদারীপুর জেলার শিবচরে ‘চরজানাজাত সূর্যোদয় সংসদ সমিতি’র উদ্যোগে দেড় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) উপজেলার চরজানাজাত ইলিয়াস আহম্মেদ উচ্চ বিদ্যায়ের প্রাঙ্গণে আসন্ন মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দেড় শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, বেসন, ছোলা, মুড়ি, চিনি, আলু ও তেলসহ ৮ প্রকারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চরজানাজাত সূর্যোদয় সংসদ সমিতি’র উপদেষ্টা মামুনুর রশিদ পিটার খান, উপদেষ্টা ও ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান মাহবুব, উপদেষ্টা হামেদ বেপারি, উপদেষ্টা গিয়াস উদ্দিন খান।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সরকার, নূর ইসলাম সরকার, ইউপি সদস্য ছাত্তার শেখ। সংগঠনের সভাপতি শাহ আলম তালুকদার। জলিল বেপারী, মোঃ জলিল ঢালী, মো. রাজন খান, ফয়জল উকিল, ইসকাল শেখ, কাশেম বেপারী, আলা উদ্দিন হাওলাদর, রহমান সরদার, আইয়ুব আলি হাওলাদার, তানভীর হাসান, মোতালেব তালুকদার, ফারুক মাহমুদ স্থানীয় ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ  জানান, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য চরজানাজাত নদী ভাঙ্গণ কবলিত মানুষের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো। সমিতি প্রতিষ্ঠানের পর আমরা বিভিন্ন সামাজিক কার্যকর করে যাচ্ছি । সে ধারাবাহিতায় আজকের এ ইফতার সামগ্রী বিতরণ। এতে সমিতির সদস্য ছাড়াও দেশে ও প্রবাসে থাকা অনেকে আমাদের সহযোগিতা করেছেন। আমরা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!