AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেটের ফাইনালে দূরন্ত ক্রিকেট একাদশ চ‍্যাম্পিয়ন


উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেটের ফাইনালে দূরন্ত ক্রিকেট একাদশ চ‍্যাম্পিয়ন

রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় গোয়ালন্দ দূরন্ত ক্রিকেট একাদশ ১০ উইকেটে গোয়ালন্দ খেলাঘর‍‍`কে হারিয়ে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০ টায় উজানচর ইউনিয়ন ১নং ওয়ার্ড হারেজ মিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে মধ‍্যরাত পর্যন্ত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় দূরন্ত ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে গোয়ালন্দ খেলাঘর প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়। ১০৮ রানের টার্গেটে ব‍্যাট করতে নেমে বিনা উইকেটে ৭ ওভার ব‍্যাটিং করে দূরন্ত ক্রিকেট একাদশ জয়লাভ করে  চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম‍্যাচ সেরা নির্বাচিত হন গোয়ালন্দ খেলাঘর দলের স্বপ্নীল, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দূরন্ত ক্রিকেট একাদশের ইকবাল, সর্বোচ্চ রান সংগ্রাহ টিএস গোয়ালন্দ ক্রিকেট প্রেমী একাদশের আশিক, সেরা ফিল্ডার দূরন্ত ক্রিকেট একাদশের আঞ্জু।

ফাইনাল খেলায় মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম মুন্সী‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌসভার প‍্যানেল মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উজানচর ইউপির সাবেক স‍দস‍্য মো. ফরিদুল ইসলাম ফরিদ, উজানচর ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ফরিদুজ্জামান ফরিদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল প্রমুখ।খেলার ধারাবিবরণীতে ছিলেন প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক মো. শফিক মন্ডল।

উপস্থিত অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ১৫ হাজার এবং রানার আপ দলের হাতে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

টুর্নামেন্টের আহবায়ক মোহাম্মদ রাশেদ জানান, এমন একটি টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করার জন‍্য মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি উজানচর দিয়ে  উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো। পর্যায়ক্রমে এই টুর্নামেন্ট বাকী ৩ টি ইউনিয়ন ও পৌরসভায় আয়োজন করার জন‍্য মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

একুশে সংবাদ/এস কে

Link copied!