AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
১১:৫১ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় মাশাউজান নামক স্থানে  বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে। 

রবিউল ইসলাম ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা।

এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়।

শুক্রবার(১৬.২.২৪) সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরিফুল ইসলাম জানান, ‘সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 

এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!