AB Bank
ঢাকা সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

নান্দাইলে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন


Ekushey Sangbad
নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৮:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
নান্দাইলে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত মাদ্রাসার সুপার তাজুল ইসলাম ও সভাপতি আব্দুল কাদিরের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে তারা মাদ্রাসার সুপার তাজুল ইসলাম ও সভাপতি আব্দুল কাদিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 

উল্লেখ্য, কিছুদিন পূর্বে অত্র মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের ভাগ বাটোয়ারার টাকা নিয়ে মাদ্রাসার সুপার, সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্যের মধ্যে কথোপকথনের দুটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন পত্র-পত্রিকায় উক্ত সংবাদ প্রকাশিত হয়। 

পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অত্র মাদ্রাসার সুপারকে শোকজ করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।

তবে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত নিয়োগ বাতিলসহ নিয়োগের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। অন্যথায় বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!