AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা সপ্তমবার বিজয়ী নূর-ই-আলম চৌধুরী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০১:০০ এএম, ৮ জানুয়ারি, ২০২৪
টানা সপ্তমবার বিজয়ী নূর-ই-আলম চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। টানা সপ্তমবারের মতো তিনি আসনটি থেকে নির্বাচিত হলেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৭টা ৪৬ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী নূর-ই-আলম চৌধুরী ১লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দীক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১হাজার ৮২৬ ভোট। এছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন খান ফুলের মালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

মাদারীপুর-১ (শিবচর) আসনে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন ও হিজড়া ৩ জন। এ আসনের ১০২টি ভোট কেন্দ্রের ৫৯৮ টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/দ.হ.প্র/জাহা

Link copied!