AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৭:১৯ পিএম, ২০ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় বান্ধন উড়াও নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। রায়ের সময় আসামীর অনুপস্থিত ছিলেন। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম ওরফে মাঝি নামে অপর একজনকে খালাস দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামী বান্ধন উড়াও জেলার পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে বলে জানা গেছে।

সুত্র জানায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন বান্ধন উড়াও ও মজিদুল ইসলাম ওরফে মাঝি নামে দু‍‍`জন ব্যক্তি। পথে কয়া এলাকায় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে গেলেও বান্ধন উড়াওকে আটক করা হয়। তখন বান্ধনের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। আজ ৫বছর পর অভিযুক্ত বান্ধন উড়াওয়ের যাবজ্জীবন দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেন আদালত।

এ বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

একুশে সংবাদ/এস কে 

Link copied!