AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাদুল্লাপু প্রতিনিধি, গাইবান্ধা
০৪:৩৭ পিএম, ৫ নভেম্বর, ২০২৩
সাদুল্লাপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ অনুষ্ঠিত

"কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য" কে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন সমলয়ে চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রি-ধান ৭৫ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর)  সকালে এ কর্মসুচীর আওতায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে রোপা আমন সমলয়ে চাষাবাদ প্রণোদনা ব্রি-ধান ৭৫ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তণ করা হয়।

গাইবান্ধা খামারবাড়ী উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মাহবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম।

এছাড়া অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার,

ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো: মাহফুজার রহমান মাফু, কৃষক বীর মুক্তিযোদ্ধা নরুল হুদা, কৃষক আওলাদ হোসেন রিটু মিয়া প্রমূখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সহ কৃষক, কৃষাণীরা।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল তার বক্তব্যে বলেন,উন্নত সমৃদ্ধিশীল ও স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষি যান্ত্রিকিকরন এর মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে সমলয় চাষাবাদ করতে সকলকে আহবান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!