AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাপালগঞ্জে ইতালী প্রবাসী হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি


Ekushey Sangbad

০৪:০৭ পিএম, নভেম্বর ২৩, ২০১৫
গাপালগঞ্জে ইতালী প্রবাসী হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইতালী প্রবাসী নুরুল আমিন হত্যা মামলার প্রধান আসামী বুলবুল ইসলাম বুলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেল ৫ টায় গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুশরাত জাবীন নিম্মীর আদালতে এ জবানবন্দি দেয়। এর আগে রোববার সকালে সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুকুল হোসেন সরদার জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে এবং এ কিলিং মিশনে ৬ জন হত্যাকারী অংশ নেয় বলে সে বিচারকের কাছে স্বীকার করে। হত্যাকারী বুলু নিহত নুরুল আমিনের আপন ভগ্নিপতি। বিগত ২৯ অক্টোবর রাত ৯ টার দিকে শহর সংলগ্ন ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি আরো জানান, ওইদিন ঘোষেরচর গ্রামের হাজী নাদের আলী মোল্যার ছেলে ইতালী প্রবাসী নুরুল আমিন রাতের খাবার খাওয়ার সময় ৪ জন মুখোশধারী ঘরের মধ্যে ঢুকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী ইরাজী বেগম (৩০) ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্যাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সে সময়ে নিহতের পিতা হাজী নাদের আলি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলায় মূল আসামীসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে।
Link copied!